সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ছুটিতে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। এ দিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম ও কাস্টমস অফিসের কাজও।
তবে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা নিয়মমাফিক যাতায়াত করতে পারবেন।
এই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, সরকারি ছুটির কারণে ওই দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে, এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে আগেই বিষয়টি জানানো হয়েছে, এবং সরকারি ছুটির কারণে একদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।”
বিটি/ আরকে