1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

নাসার আর্টেমিস চুক্তি করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

বিশ্বের ৫৪তম দেশ হিসেবে নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ স্বাগত জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ৮ এপ্রিল ২০২৫ সালের বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি টেকসই ও গভীর সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক অগ্রগতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আমরা বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের অঙ্গীকার ব্যক্ত করেছে। এটি ভবিষ্যতের মহাকাশ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস চুক্তির সূচনা করে। পরে এই মহাকাশ সহযোগিতা জোটে বিভিন্ন দেশ যোগ দিতে থাকে এবং বর্তমানে মোট ৫৪টি দেশ এর সদস্য। আর্টেমিস চুক্তির লক্ষ্য মহাকাশে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক অন্বেষণ নিশ্চিত করা, বিশেষ করে চাঁদ, মঙ্গল ও এর বাইরে ভবিষ্যৎ অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালার ভিত্তি তৈরি করা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ