হজ ও ওমরাহ গমনেচ্ছুদের নিবন্ধন ফি জমাদানের সুবিধার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর হাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন ও অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, মতিঝিল শাখার ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন আহমেদ, বিজয়নগর শাখার উপব্যবস্থাপক মো. জয়নুল আবেদীন খান সাফারী, শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন এবং জেএভিপি ও জনসংযোগ ইনচার্জ কেএম হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিটি/ আরকে