1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের পরই প্রাণ ফিরেছে বৈশ্বিক শেয়ারবাজারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর বিশ্ব শেয়ারবাজারে রেকর্ড উত্থান দেখা গেছে। খবর রয়টার্স।

নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে বাজারে বিশৃঙ্খলা ও যুক্তরাষ্ট্রে বন্ড মুনাফার হার বেড়ে গিয়েছিল। শুল্ক স্থগিতের ঘোষণাটি আসে মাত্র ২৪ ঘণ্টা পরই। শেয়ারবাজারে অস্থিরতা ও আর্থিক ক্ষতির প্রতিক্রিয়ায় ট্রাম্প অবস্থান পরিবর্তনে বাধ্য হন। বুধবার (৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, মানুষ একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। তাই কিছুটা নমনীয় হতে হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকলেও কিছু নির্দিষ্ট দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে চীন থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরো বাড়াবে।

কানাডা ও মেক্সিকো এই স্থগিতাদেশের আওতায় পড়ছে না। তাদের পণ্যের ওপর এখনো ২৫ শতাংশ ‘ফেন্টানিল-সম্পর্কিত’ শুল্ক বহাল রয়েছে, যদি না তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির শর্ত মেনে চলে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই সিদ্ধান্ত ছিল কৌশলগত যাতে বিভিন্ন দেশ আলোচনার টেবিলে আসে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন হঠাৎ নীতিগত পরিবর্তন বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি করছে।

এই ঘোষণার পরপরই মার্কিন শেয়ার সূচক এস অ্যান্ড পি ৫০০ প্রায় ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। জাপানের নিক্কেই সূচকও প্রায় ৯ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকরা সতর্ক করছেন, বাজারে তাৎক্ষণিক স্বস্তি এলেও বিনিয়োগ ও ভোক্তা ব্যয়ের ওপর এর নেতিবাচক প্রভাব এখনো কাটেনি। গোল্ডম্যান স্যাক্স তাদের মন্দার সম্ভাবনা ৬৫ শতাংশ থেকে ৪৫ শতাংশে নামিয়ে এনেছে, তবে এখনো ১৫ শতাংশ সামগ্রিক শুল্ক বাড়তির আশঙ্কা রয়েছে।

বেসেন্ট বলেন, এটাই ছিল ট্রাম্পের মূল কৌশল। তিনি শুল্ককে হাতিয়ার করে চীনসহ অন্য দেশগুলোকে চাপের মুখে ফেলেছেন।

ট্রাম্প জানান, চীনের সঙ্গে সমঝোতা এখুনি না হলেও আপাতত অন্যান্য দেশের সঙ্গে আলোচনা অগ্রাধিকার পাবে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ