1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

পদ্মা সেতু ও যমুনা সেতুতে বিপুল পরিমাণ গাড়ি পারাপার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

ঈদযাত্রায় ঘরমুখো হয়েছে মানুষ। আর এতে করে যমুনা সেতু ও পদ্মা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। একদিনে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে দেশের দুই প্রধান সেতুতে।

দুই সেতু কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। আর এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

যমুনা সেতুতে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৪৮ হাজার ৩৩৫টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৭ হাজার ৯৩৭ গাড়ি চলাচল করেছে। দুই লেনের পার হওয়া এসব গাড়ির মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬‌টি।

গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৮০টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।

দুই সেতুতে যানবাহনের গতি মোটামুটি স্বাভাবিক আছে। দেশের সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরা মানুষের চাপ আরও একবার হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। না হলে এ পথ ব্যবহারকারীরা সামান্যতম ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ