1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

ক্রেডিট কার্ডের লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের লেনদেন তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি মাসের রিপোর্ট এখন থেকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলা‌দেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ করে মাসিকভিত্তিতে রিপোর্ট করতে হবে। প্রতি মা‌সের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পাঠাতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। বাংলাদেশে ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার ও চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য আরও বিস্তৃতভাবে সংগ্রহ করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন এই তথ্য ব্যবহার করে গ্রাহকদের ব্যয় সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করতে পারবেন। এ ছাড়া সময়োপযোগী বিভিন্ন উদ্ভাবনী পণ্য চালু এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নেও সহায়ক হবে এই তথ্য।

এ লক্ষ্যে কার্ড সেবা প্রদানকারী সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে হবে। অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্য মাসিকভিত্তিতে পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে পাঠাতে হবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৫ এবং ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর ধারা ৩৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ