বিশ্ব পানি দিবস উপলক্ষে নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন বাজারে এনেছে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। এক বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স প্রডাক্টের সিবিও মোস্তফা কামাল, বিজনেস কো-অর্ডিনেটর টু ডিরেক্টর নাজমুল ইসলাম, ডিসিবিও এনামুল কবির, রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খাইরুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের নতুন ওয়াটার পিউরিফায়ারে রয়েছে পানি পরিশোধনের ছয়টি ধাপ। সেই সঙ্গে রয়েছে চার লিটারের রিজার্ভ ট্যাংক ও চাইল্ড লক সুবিধা। ওয়ালটনের পিউরিফায়ারে হট, কোল্ড এবং ওয়ার্ম—এ তিন ধরনের পানি পাওয়া যাবে।
বিটি/ আরকে