1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

সোনালী ব্যাংকের ডিএমডি হলেন মো. রেজাউল করিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি দেয়া হয়। মো. রেজাউল করিম ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন করপোরেট শাখায় কাজ করেছেন। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে রেজাউল করিম মাঠপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ লোকাল অফিস প্রধান, জিএম অফিস প্রধান ও প্রিন্সিপাল অফিস প্রধান হিসেবে সাফল্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতে দক্ষতা ও সফলতার স্বীকৃতি হিসেবে তিনি ‘স্মার্ট ব্যাংকার’ ও ‘পরিচ্ছন্ন ব্যাংকার’ পুরস্কার পেয়েছেন।

রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি এমবিএ ও পেশাগত ডিগ্রি সিসিএনএ লাভ করেন। দেশী-বিদেশী জার্নালে তার পাঁচটি প্রকাশনার পাশাপাশি ব্যাংকিংয়ে মাঠ পর্যায়ে কমপ্লায়েন্স মেইনটেইন করে সব কার্যক্রম সহজীকরণ বিষয়ে তিনটি বই রয়েছে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ