স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘শ্রদ্ধায় গৌরবে, স্বাধীনতা দিবস’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
মূল আলোচনা উপস্থাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। এছাড়া আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা মেহতাব হেলাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বিটি/ আরকে