চীনের হুনান প্রদেশের গভর্নর আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, এই সফরের দুটি প্রধান লক্ষ্য থাকবে—একটি হচ্ছে পারস্পরিক শিক্ষা বিনিময় এবং অন্যটি স্বাস্থ্যসেবার উন্নয়ন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে হুনান প্রদেশে বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশের একটি চিকিৎসক দল সেখানে অবস্থান করছে। সফরকালে হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
বিটি/ আরকে