মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে স্পেস টেক হোল্ডিংস লিমিটেড ও এক্সস্পিড অটোস লিমিটেড একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং স্পেস টেক হোল্ডিংস ও এক্সস্পিড অটোসের এমডি ইয়ে লিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়াবিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা এবং স্পেস টেক হোল্ডিংসের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ বিশ্লেষক গং লি এবং স্পেস টেক হোল্ডিংস ও এক্সস্পিড অটোসের অ্যাকাউন্টস ম্যানেজার (ফাইন্যান্স) সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে