বিনিয়োগের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সসিলেন্স ইন ইনভেস্টমেন্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সরকার।
বুধবার (৯ এপ্রিল) ওই চার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চার প্রতিষ্ঠানের মধ্যে উদ্ভাবনী ক্যাটাগরিতে ফেব্রিক লাগবে, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশী বিনিয়োগে বিকাশ ও স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অ্যাওয়ার্ড দেয়া হয়।
বিটি/ আরকে