বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। স্বাগত বক্তব্য দেন বিইউএফটির রেজিস্ট্রার রফিকুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক জীবনের সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী। সদ্য ভর্তি হওয়া একজন ও প্রাক্তনদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী তাদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পি অ্যান্ড ডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, গ্রন্থাগারিক, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিজ্ঞপ্তি।
বিটি/ আরকে