1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

বাসায় ফিরেছেন তামিম ইকবাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মঙ্গলবার তামিমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে ওই দিন কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়।

আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। নাফিস জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেয়া হয়েছে। এর আগে উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তামিমের চাচা এবং বিসিবি পরিচালক আকরাম খান।

বিসিবির চিকিৎসক জানান, ‘বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’
কর্তব্যরত চিকিৎসকরা আরও জানান, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাসায় থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ