বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে উল্লেখ করে বিদেশী ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর এক অভিজাত হোটেলে 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫' এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে সুযোগ রয়েছে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। স্বাধীনতার পর ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল, যার কথা আমরা ভুলিনি। সে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে। সেখান থেকে উত্তরণ করেছে এই দেশ। বিশ্বের অন্যতম একটি দেশ হিসেবে নিজের নাম তৈরি করেছে। এদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। আপনারা (বিদেশীরা) এখানে বিনিয়োগ করুন।
উপদেষ্টা এ সময় নতুন চাকরিপ্রার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তোমরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হও।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চীন, কোরিয়া, যুক্তরাজ্য, পাকিস্তানসহ ৫০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সামরিক ও বেসামরিক ব্যক্তিরা রয়েছেন।
অনুষ্ঠানে বিনিয়োগ অসামান্য অবদান রাখায় চারটি ক্যাটাগরিতে ফেব্রিক্স লাগবে, বিকাশ, ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
বিটি/ আরকে