ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসির ঈদ পুনর্মিলনী গত সোমবার ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন ডিএমডি মো. সিরাজুল ইসলাম, এসইভিপি এসএম আজহারুল ইসলাম, মিজানুর রহমান, মো. কাউছার উল আলম ও আবু নাছের মোহাম্মদ নাজমুল বারীসহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, নয়জন জোনপ্রধান, ২০৬ জন শাখা ব্যবস্থাপক, ১৭৭ জন উপশাখার ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এফএসআইবির চেয়ারম্যান জানান, গত ছয় মাসে ৭ লাখ ৩৩ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এফএসআইবির প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসায় এ সময়ে ৩ হাজার ৩০০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহের পাশাপাশি ২ হাজার ২০০ কোটি টাকা অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে। এ সময় ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিটি/ আরকে