1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

পুঁজিবাজারে সপ্তাহে সূচক‌ ৩৪ শতাংশ বেড়েছে

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক‌ ৩৪ শতাংশ বাড়লেও দৈনিক গড় লেনদেন কমেছে ৪৬ দশমিক ৫৪ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজা‌রে ব্যাংক ও বীমা খা‌তের শেয়া‌রে ইতিবাচক রিটার্ন এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক এর আগের সপ্তাহের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২০২ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৮৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৮ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৬১টির, অপরিবর্তিত ছিল ৪২টির আর লেনদেন হয়নি ১৭টির। গত সপ্তাহে সূচকের বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও এসিআইয়ের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে চার কার্যদিবসে মোট ১ হাজার ৬২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যা ছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৪৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৮০ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ৮ দশমিক ৯৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত।

গত সপ্তাহে ডিএসইতে ৮টি বাদে বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারে সবচেয়ে বেশি ২ দশমিক ৭৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এরপর সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন ছিল ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ৪৩ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক শূন্য ২ শতাংশ। জীবন বীমা খাতে দশমিক ৭৯ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৪৭ শতাংশ এবং ব্যাংক খাতে দশমিক শূন্য ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে গত সপ্তাহে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৭৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১২ শতাংশ কমে ১৪ হাজার ৫৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫৫৯ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৮ হাজার ৮৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৫১ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৫০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যেখানে লেনদেন ছিল ২৮ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ