বাংলা নববর্ষের প্রথম দিন রাজাধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া চলতি সপ্তাহে বুধবার পর্যন্ত বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। ঢাকায় পহেলা বৈশাখে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। এদিন ঢাকার বাইরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বার্তায় বলছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিটি/ আরকে