দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি ভিডিওবার্তা দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ তারকা সবাইকে অনেক ধন্যবাদ দিয়েছেন।
আজ ২৭ মার্চ ইংল্যান্ডের পথে রওনা হয়েছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই আবার পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।
ভিডিওবার্তায় হামজা বলেছেন, ‘সবাইকে শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এরপর দেশের মাটিতে ভারতের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।