জারা জামান টেকনোলজি লিমিটেডকে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং জারা জামান টেকনোলজির চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে জারা জামানের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অনুপ কুমার অধিকারী, হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট সোহেল আহমেদ। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল সেলস ইউনিট ৬ একেএম ফজলুল হক। এ চুক্তির আওতায় জারা জামান টেকনোলজির কর্মীরা ব্র্যাক ব্যাংকের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
বিটি/ আরকে