1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24

ইস্টার্ন ব্যাংক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃেতে বলা হয়, এ উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ব্যাংকান্স্যুরেন্স গাইডলাইনের অধীনে উভয় প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়।

অনুষ্ঠানে ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় ইবিএল গ্রাহকরা সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিক। এছাড়া পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ডিএমডি এসএম মিজানুর রহমান ও এসএম জসীম উদ্দীন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ