শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইপিএলসি) বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ডিপোজিট সেবা পণ্য ‘মুদারাবা দেড় গুণ ডিপোজিট স্কিম’ এবং ‘মুদারাবা ডক্টরস ডিপোজিট স্কিম’।
আইএফআইপিএলসির ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রধান কর্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আমানত পণ্য দুটির মোড়ক উন্মোচন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালক, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম হায়দার বলেন, ‘আইএফআইপিএলসি একটি গ্রাহকবান্ধব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে এবং গ্রাহকদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের সেবা পণ্যের পরিকল্পনা করে থাকি। তারই অংশ হিসেবে “মুদারাবা দেড় গুণ ডিপোজিট স্কিম” এবং “মুদারাবা ডক্টরস ডিপোজিট স্কিম” নামে নতুন দুটি আমানত পণ্য চালু হয়েছে। সময় উপযোগী ও বিশেষায়িত এ আমানত পণ্য দুটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।’